মুসলিম নিপীড়ন বন্ধ না করলে ভারত মুসলিমবিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে : ইরান

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

মুসলমানদের উপর অব্যহত নিপীড়ন বন্ধ না হলে ভারত মুসলিমবিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

একই সঙ্গে তিনি ভারত সরকারকে হিন্দু চরমপন্থিদের দমন করতে ভারত সরকারকে সর্বোচ্চ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

এদিকে ভারতের মিত্র হিসেবে পরিচিত ইরানের এই কড়া বার্তা ভারত সরকারকে বেকায়দায় ফেলবে বলে মতামত দিয়েছেন বিশ্লেষকরা।

গতকাল বৃহস্পতিবার টুইটার বার্তায় তিনি বলেন, ‘ভারতে মুসলমানদের হত্যা করার ঘটনায় সারাবিশ্বের মুসলমানরা মর্মাহত। ভারত সরকারের উচিত চরমপন্থি হিন্দু ও তাদের সংগঠনগুলোকে দমন করা এবং মুসলিমবিশ্ব থেকে ভারতকে বিচ্ছিন্ন হওয়া ঠেকাতে মুসলমানদের হত্যা বন্ধ করা।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইংরেজি, উর্দু, ফার্সি ও আরবি ভাষায় টুইট করেছেন।

সেই সঙ্গে তিনি দিল্লির সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তির মরদেহের পাশে কান্নারত শিশুর ছবি পোস্ট করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ টুইট করে বলেছেন, ‘ইরান ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার নিন্দা জানায়। বহু শতাব্দী ধরেই ইরান ভারতের বন্ধু। এই ধরণের নিরর্থক সহিংসতা বন্ধ করে আমরা ভারত সরকারকে সব ভারতীয়ের মঙ্গল নিশ্চিত করার অনুরোধ করছি।’

‘শান্তিপূর্ণ সংলাপ এবং আইন প্রয়োগের মাধ্যমেই ভবিষ্যতে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করা সম্ভব হবে’ বলেও টুইটে উল্লেখ করা হয়েছে।

এরপরেই ইরানের রাষ্ট্রদূত আলি চেগিনিকে ডেকে পাঠায় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেছেন বলে উল্লেখ করে তার টুইটের কড়া প্রতিবাদ জানানো হয় ভারত সরকারের পক্ষ থেকে। বলা হয়, ভারত বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য।

ডেইলি স্টার

মন্তব্য করুন