

জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের বিশাল জয় পেল টাইগাররা। টসে হেরে ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১৫২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি, মিঠুনের হাফসেঞ্চুরি ও শেষদিকে সাইফুদ্দিনের ঝড়ো ইনিংসে ভর করে ৩২১ রানের রেকর্ড সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
১০৫ বলে ১২৬ রান করে অবসরে যান লিটন দাস। ইঞ্জুরির কারণে আর মাঠে নামতে পারেননি। ৪১ বলে ৫০ রান করেন মোহাম্মদ মিঠুন। শেষদিকে মাহমুদ উল্লার ৩২ আর সাইফুদ্দিনের অপরাজিত ২৮ রানের ঝড়ো ইনিংসে পাহাড়সম রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ১ বল খেলে ১০ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ওয়েসলি মাধেভের। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে টিনোটেন্ডা মুটম্বোডজির ব্যাট থেকে। এছাড়া আর কেউ ২০ রানের ঘর ছাড়াতে পারেননি।
ব্যাটিংয়ে ঝড় তোলার পর বোলিংয়েও ঝড় তোলেন সাইফুদ্দিন। মাত্র ৭ ওভার বল করে ২২ রানের বিনিময়ে একাই নেন ৩ উইকেট। এছাড়া মাশরাফি এবং মেহেদি নেন ২টি করে উইকেট। মোস্তাফিজ ও তাইজুল নেন ১টি করে উইকেট।
এর আগে জিম্বাবুয়ের হয়ে ক্রিস এমপোফু বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট নেন। কার্ল মুম্বা, ওয়েসলি মাধেভের, ডোনাল্ড তিরিপানো ও তিনোটেন্দা মুটোম্বোদজী নেন ১টি করে উইকেট।
/এসএস