

নাশিদ টিমের পরিবেশনায় ‘আলহামদুলিল্লাহ’ শিরোনমে ইসলামী সংগীত রিলিজ হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নামিদ টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘নাশিদ স্টুডিও’তে সংগীতটির ভিডিও আপলোড করা হয়।
নাশিদ স্টুডিও স্বত্বাধীকারী শামীম মাহমুদের সুরে ও ফোরকান উদ্দিন ফারহানের কথায় গানটিতে কন্ঠ দিয়েছেন নাশিদ টিমের শিশু শিল্পী উসমান, সাকিব এবং হুসাইন।
চমৎকার পরিবেশনা এবং দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফিতে ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে ‘আলহামদুলিল্লাহ’।
শামীম মাহমুদ বলেন, ‘মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনে ‘আলহামদুলিল্লাহ‘ বলা সব্বোত্তম প্রশংসা বাণী। বেশি বেশি মহান প্রভুর শোকর আদায়ে উদ্বুদ্ধ করতে ‘আলহামদুলিল্লাহ’ শিরোনামে আমাদের এই প্রয়াস। আশা করি সংগীতটি শ্রোতাদের ভালো লাগবে’।
তিনি বলেন, ‘সময়ের সাথে তাল মিলাতে আমাদের ইসলামী সংগীত চর্চায় উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট। আমাদের আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ। আল্লাহর রহমত, নিজেদের প্রচেষ্টা এবং সকলের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা। আমাদের কাজগুলোতে স্পন্সর অথবা ডোনেট পেলে এ পথচলা আরো বেগবান হবে’।
চমৎকার এ সংগীতটি শুনতে ক্লিক করুন:
/এসএস