বাংলাদেশের জয়ে ‘ঈদ মোবারক’ লিখল ক্রিকেট পাকিস্তান

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের এ জয়কে উপভোগ করেছে এবং অকুণ্ঠ সমর্থন দিয়েছে পাকিস্তানও।

ক্রিকেট পাকিস্তানের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের এ জয়কে ‘ঈদ মোবারক’ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে গিয়েই পাক সংবাদিক থেকেই একটি খবরটি জানতে পারেন তামিম ইকবাল। ওই পাক সংবাদিক বলেন, দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ভারতের বিপক্ষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশকে সমর্থন করছে পুরো পাকিস্তানই। বিশ্বকাপটা এবার আপনাদেরই।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ১৭৭ রানে অলআউট হয় ভারত। টার্গেট তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।

অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের হট ফেভারিট চারবারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ।

আই.এ/

মন্তব্য করুন