করোনা আতঙ্ক: চীনের প্রেসিডেন্টের মসজিদে যাওয়ার সংবাদ কতটুকু সত্য!

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

চীনে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস থেকে বাঁচতে চীনের প্রেসিডেন্ট সি-জিং-পিং মসজিদে গিয়েছেন এবং তাঁর মসজিদে যাওয়ার একটি ভিডিও নিয়ে বাংলাদেশের বিভিন্ন অনলাইন মিডিয়া এবং ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা এক ধরণের ধর্মীয় আবেগ প্রকাশ করতে দেখা গেছে।

আমাদের অনুসন্ধান মতে প্রায় ৩০ টি অনলাইন নিউজ পোর্টাল এ বিষয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ পরিবেশন করেছেন এবং পাঠকরাও সংবাদগুলো গুরুত্বের সাথে শেয়ার করেছেন। এ ক্ষেত্রে বিষয়টির গভীরতা এবং এর সত্য-মিথ্যা যাচাই করছেন না কেউ। অবশ্য পাঠক রিঅ্যাকশনের কারণ হিসেবে যেটা ধরা যায় তা হলো, গত প্রায় দেড় বছর ধরে বিশ্ব মিডিয়াসহ সবাই-ই চীনে মুসলিম নির্যাতন বিষয়ে অনেক কথা বলেছেন। বিশেষ করে উইঘুর মুসলমানদের উপর চীনের নির্যাতন এবং চীনে ইসলামের অনুশাসন পালনে বাধা দেওয়া এসবে সবার মধ্যেই একটা উৎকন্ঠা ছিলো। যে কারণে চীনের প্রেসিডেন্টের মসজিদে যাওয়া নিয়ে বেশ উৎফুল্য ছিলো সবাই।

তবে মূল বাস্তবতা হলো প্রচারিত এই সংবাদটি সঠিক নয়। এ বিষয়ে পাবলিক ভয়েসের শুভাকাঙ্খি এবং চীনের Wuzhou university তে অধ্যয়নরত মুহাম্মদ আব্দুল মুকীত একটি অনুসন্ধানী প্রতিবেদন পাঠিয়েছেন।

তিনি এ বিষয়ে লিখেছেন, মিথ্যা নিউজ প্রচারে কখনো ইসলামের প্রচার হয় না। কিছু নিউজ পোর্টাল সামন্য লাইক আর কমেন্টের আশায় যাচাই না করেই ইসলামের মহত্ম প্রচারের নামে মিথ্যা ছড়াচ্ছে। যা ইসলাম কখনো সমর্থন করে না। এটি একটি অত্যন্ত গর্হিত কাজ।

চীনের প্রেসিডেন্টের মসজিদে যাওয়া নিয়ে প্রচারিত একটি ভিডিও সম্পর্কে তিনি লিখেছেন, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট সি-জিং-পিং উত্তরাঞ্চলীয় নিংসিয়া প্রদেশের একটি মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন। চাইনিজ নিউজ এজেন্সি CCTV তাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করে ২১ জুলাই ২০১৬ সালে। ইউটিউবে ভিডিও দেখতে পারেন। লিংক: https://youtu.be/lfzeGMg0Sc4

এদিকে নিউজ প্রচার করা হচ্ছে, করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চীনের প্রেসিডেন্ট মসজিদে গিয়ে দোয়া চাইলেন। আর পোর্টালগুলো যেই লিংক দিয়েছে তা রিআপলোড ২০২০ ফেব্রুয়ারী ৫ তারিখ।

অপর আর একটি ভিডিও সম্পর্কে তিনি জানিয়েছেন, ২০১৫ সালে মালয়শিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লহ আহমাদ বাদাওয়ী চীন সফরে গিয়ে বেইজিং এর নানসিয়া প্রো মসজিদে জুম্মার নামাজ আদায় করেছিলেন। যার ভিডিও AP Archive ইউটিউব চ্যানেল আপলোড ২১ জুলাই ২০১৫ সালে। ইউটিউবে ভিডিও দেখতে পারেন। লিংক: https://youtu.be/moQ6wDEc6ow

এদিকে এটা নিয়েও নিউজ করা হচ্ছে: করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চীনের প্রধানমন্ত্রী মসজিদে নামাজ আদায় করলেন।

এছাড়াও তিনি চীন সরকার কর্তৃক মসজিদ খুলে দেওয়া বিষয়ে অনুসন্ধান করে জানিয়েছেন, সম্প্রতি ফেইসবুকে চীনের কিছু মসজিদের নামাজের ফুটেজ দেখা যাচ্ছ। তাতে বলা হচ্ছে চীন সরকার “Corona virus“ এ ভয় পেয়ে নামাজের জন্য মসজিদ খুলে দিচ্ছে। আসল খবর হলো ভাইরাসটি যখন থেকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে তখন থেকে ভাইরাস আক্রান্ত প্রতিরোধে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে চীন সরকার তাদের সকল ধরনের পর্যটন স্থান ও যে সকল স্থানে বেশি মানুষ ভিড় জমায় সে সকল স্থানে মানুষ সমাগমে নিষধাজ্ঞা জারি করে। সে সূত্র ধরে বেশি আক্রান্ত শহরের মসজিদের ইমামগন। তারা মুসল্লীদেরকে মসজিদে না এসে ঘরে নামাজ পড়তে বলেন। এবং বর্তমানে এই অবস্থাই চলছে। প্রায় সব মসজিদে জামাত বন্ধ আছে।

চীন যেহেতু সমাজতান্ত্রীক দেশ সে হিসাবে ইসলামের সাথে তাদের আদর্শের যে বিরোধ তা সব সময়ই তাদের কাছে রয়েছে। সবশেষ অনুরোধ, ইসলামের মহত্ব ও বড়ত্ব প্রচার করতে গিয়ে যাচাই-বাছাই না করে কেউ মিথ্যার আশ্রয় নিবেন না।

মন্তব্য করুন