

মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে যারা ক্ষমতা কুক্ষিগত করে ইতিহাস তাদেরকে ক্ষমা করবেনা। রাষ্ট্রের ও জনগনের কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনের প্রহসন করেছে সরকার। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের প্রবর্তকদের পতন জনরোষেই সাধিত হবে।
ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নগর দক্ষিণের সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের সমালোচনা করে এই বিবৃতিতে তিনি আরও বলেন, ঢাকা সিটিতে নির্বাচনী বিধি লঙ্ঘন, লজ্জাজনক ভোট কারচুপি, দলীয়করণ ও ক্যাডার নিয়ন্ত্রিত
যে নির্বাচন সরকার দিয়েছে তাতে জাতি হিসেবে আমরা লজ্জিত।
সরকারকে হুঁশিয়ারি উল্লেখ করে বিবৃতিতে নগর দক্ষিণের সভাপতি আরও বলেন, নির্বাচনী খরচ ফিরিয়ে দেয়া এবং পূনর্নির্বাচন দেয়াসহ বিরোধী দলগুলোর সমস্ত দাবি মেনে না নিলে সরকারকে চরম মূল্য দিতে হতে পারে।
এমএম/