

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডের বেসরকারি ফল ঘোষণা করেছে রিটার্নিং অফিস। এরমধ্যে আওয়ামী লীগের দুজন এবং বিএনপির একজন কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন।
তিনটি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ৷
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন এ ফল ঘোষণা করেন৷
এছাড়াও একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরের ফল ঘোষণা করা হয়েছে৷ জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী।
আওয়ামী লীগ সমর্থিত বিজয়ীরা
৩৯ নম্বর ওয়ার্ডে র্যাকেট প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত রোকন উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৩,৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাটিম প্রতীকে ১,৫০৮ ভোট পেয়ে মোজাম্মেল হক। ৪০ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন ঘুড়ি প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ। তিনি ভোট পেয়েছেন ৭,৫৮৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল ইসলাম খান টিপু ঝুড়ি প্রতীকে ভোট পান ১,২৪৬টি।
বিএনপি সমর্থিত বিজয়ী
অন্যদিকে, বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর হচ্ছেন ৪৯ নম্বর ওয়ার্ডে বাদল সরদার। তিনি ঘুড়ি প্রতীক নিয়ে ৫, ৭৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লাটিম প্রতীকে ভোট পান ৪,৪৪৯টি।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড
১৪ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে স্টিলের আলমারি প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত লাভলী চৌধুরী। তিনি পেয়েছেন ১৪, ৪১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনরস প্রতীকের ফরিদা ইয়াসমিন পান ৫,১৬২ ভোট। প্রসঙ্গত ১৪ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডটি সাধারণ ৩৯, ৪০ ও ৪৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।
আই.এ/