

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে এগিয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৬,৭৫৯ ভোট।
এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন ৩২,৯১০ ভোট।
উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ১৮, মোট ভোট কেন্দ্র ১৩১৮, মোট ভোটকক্ষের সংখ্যা ৭৮৪৬, মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন ও মহিলা ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন রয়েছেন।
উত্তরে আরও যারা লড়ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, পিডিপির শাহীন খান, এনপিপির মো. আনিসুর রহমান দেওয়ান এবং সিপিবির আহম্মেদ সাজ্জাদুল হক। স্থানীয় ভোটাও না হওয়ায় উত্তরে জাপা প্রার্থী জিএম কামরুল ইসলাম এর মনোনয়ন বৈধতা পায়নি।
মহিন মুহসিন/পাবলিক ভয়েস