

ঢাকার সিটি নির্বাচনে বিভিন্ন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে শিষ্টাচার বহির্ভূত কাজ বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এমন কাজ স্পষ্টতই নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
নির্বাচন কমিশনকে বিষয়টি কড়া নজরে রাখার আহ্বান জানিয়ে নানক বলেন, এ বিষয়ে আজ সকালে আমাদের নেত্রী (শেখ হাসিনা) কথা বলেছেন। এ নিয়ে ক্ষোভের কমতি নেই আওয়ামী লীগের।
ঢাকাবাসীকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করুন।’
নির্বাচনে ইভিএমে অনিয়ম ও বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে নানক বলেন, বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে তাই তারা পোলিং এজেন্ট নিয়োগ দিতে পারেনি। ইভিএম একটি বিজ্ঞান সম্মত ব্যবস্থা, ইভিএম মেশিন নিজেই পোলিং এজেন্টের কাজ করে। আঙ্গুলের ছাপ ছাড়া ভোট দেওয়া যায় না।
আজ সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
আই.এ/