

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে একজন পোলিং এজেন্টও পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএনপির অভিযোগ, বিএনপির পক্ষে পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে সমস্যা হচ্ছে, ঢুকতে পারলেও কোথাও কোথাও বের করে দেওয়া হচ্ছে। অনেক কেন্দ্রে ঢুকতেই দেওয়া হচ্ছে না।
আওয়ামী লীগের দাবি, নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যা অভিযোগ তাদের রাজনৈতিক কৌশল।
বাড্ডা হাইস্কুল ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯ টার দিকেও বিএনপির কোনো পোলিং এজেন্টকে দেখা যায়নি। দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রেও বিএনপি কোনো পোলিং এজেন্ট খুঁজে পাওয়া যায়নি।
দিলকুশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, মেয়র প্রার্থী (নৌকা), কাউন্সিলর প্রার্থীসহ মোট ৯ জন পোলিং এজেন্টের তথ্য পেয়েছি। এর মধ্যে ধানের শীষের কোনো পোলিং এজেন্ট নেই বলে জানান তিনি।
কোন সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে নির্বাচনী এই কর্মকর্তা বলেন, গতকাল রাত্রে দুই কাউন্সিলর প্রার্থীর (ফারহানা আহমেদ ও মোজাম্মেল হক)সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছিল। তবে আজকে কোন সমস্যা নেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আশা করছি এটি অব্যাহত থাকবে।
এছাড়া নিউ মার্কেট, আজিমপুর ও কলাবাগান এলাকার কোনো কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট পাওয়া যায়নি। ওই এলাকাগুলোর বিএনপি কাউন্সিলর প্রার্থীরা অভিযোগ করে বলেন, পোলিং এজেন্ট থাকবে কিভাবে, তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আই.এ/