পাচঁ বছর ধুঁকে ধুঁকে না মরে একদিন মরণপণে লড়ুন: হাজী ইবরাহীম

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

এইচ এম আবু বকর সিদ্দীক
বার্তা সম্পাদক

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ডেমরা ৬৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর হাজী মুহাম্মাদ ইবরাহীম বলেন, আপনারা যে ভালোবাসা ও ধৈর্যের প্রমাণ দিয়ে আমার সমর্থনে কাজ করে যাচ্ছেন এই ভালোবাসার সামনে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ।

গতকাল বৃহস্পতিবার তার সমাপনী শোডাউন শেষে এক বক্তৃতায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা একদিন ভুল করে ৫ বছর ধুঁকে ধুঁকে মরতে চাইনা, বরং একদিন জীবন দিয়ে হলেও ৫ বছর সুখে শান্তিতে ও নাগরিক নিরাপত্তার সাথে বসবাস করতে চাই। এসময় উপস্থিত কয়েক হাজার জনতা তাকে করতালি দিয়ে সমর্থন জানায়।

তিনি আরও বলেন, আমরা অভিযোগ পেয়েছি, আপনাদেরকে অনেকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করে। এটা নির্বাচনী সংস্কৃতির সম্পূর্ণ বিরোধী। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরামর্শ দেন তিনি।

হাজী ইবরাহীম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, এই ৬৭ নং ওয়ার্ডটি ঢাকা সিটিতে যুক্ত হবার পরে গতবারের নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। অল্পদিনে আমার অক্লান্ত পরিশ্রমে আপনাদের যে ভালোবাসা ও মমতা পেয়েছি তা আমাকে আমরণ আপনাদের সেবায় নিয়োজিত থাকতে উদ্বুদ্ধ করেছে।

গতকাল হাজী ইবরাহীমের লাটিম প্রতীকের সমর্থনে শেষ মিছিলে হাজার হাজার জনতার সাথে বিভিন্ন দল মতের নেতারাও এসে সংহতি প্রকাশের করেন। এরপরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মিছিল শেষ করা হয়।

আই.এ/

মন্তব্য করুন