
খাগড়াছড়িতে যৌতুকের দাবিতে গৃহবধূ কোহিনূর বেগমকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার দায়ে স্বামী মো. শাহ আলমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে না পাওয়ায় দীঘিনালার রশিকনগর গ্রামে নিজ বাড়িতে স্ত্রী কোহিনূর বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী মো. শাহ আলম। চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১ অক্টোবর গৃহবধূর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত গৃহবধূর ছোট ভাই মো. আলম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. শাহ আলমকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত গৃহবধূর স্বজনরা।
ওয়াইপি/পাবলিক ভয়েস

