ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক।

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

আনোয়ার হুসাইন(স্টাফ রিপোর্টার) 

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক শোক বার্তায় পীর সাহেব চরমোনাই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মাওলানা নুরুল হুদা ফয়েজী সোমবার (১১ নভেম্বর) আসরের নামাজের আগে ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মাওলানা নুরুল হুদা ফয়েজি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। প্রবীণ রাজনীতিবিদ ও আলেম হিসেবে তিনি সারাদেশে বেশ প্রসিদ্ধ।

মন্তব্য করুন