নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে, এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত। 

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে সোমবার (১০ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে এনসিসি ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন।

“শৈশবেই হোক সঞ্চয়ের হাতে খড়ি” — এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ক্যাম্পেইনে শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ সময় উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের রিজনাল হেড বদরুল আলম, নান্দাইল শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, অফিসার তৌফিক ইমতিয়াজ খান, মাহবুব হাসান, তাহমিনা ম্যাডাম, রাসেল আহমেদ এবং মোহাম্মদ শওকত মিয়াসহ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সঞ্চয়ী একাউন্ট খুলেছে। যারা একাউন্ট খুলেছে, তাদের হাতে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে বিশেষ সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের মূল আয়োজক ও এনসিসি ব্যাংকের নান্দাইল শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমরা চাই আগামী প্রজন্মের শিশুরা ছোটবেলা থেকেই সঞ্চয়ের গুরুত্ব বোঝুক। স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা আর্থিক শৃঙ্খলার পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা শেখার সুযোগ পাবে।”

ব্যাংকের কর্মকর্তারা বলেন, শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়ে ভবিষ্যতে আর্থিকভাবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব। স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সচেতনতা ও আর্থিক শিক্ষার প্রসার ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তারা আরও উল্লেখ করেন যে, স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে আর্থিক ব্যবস্থাপনায় সহায়ক হবে।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

মন্তব্য করুন