বিজয়ী হলে অবৈধ দখলে থাকা খাল-মাঠ ও ফুটপাত উদ্ধার করবো: শেখ মাসউদ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলে অবৈধ দখল হওয়া রাজধানীর সবগুলো খাল দখল মুক্ত করার কথা জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

বুধবার (১৫ জানুয়ারি) দিনভর গণসংযোগে ব্যস্ত শেখ মাসুদ ভোটারদের এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ঢাকা সিটিতে রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদারিত্বের মহোৎসব চলছে। ঢাকায় একসময় শতাধিক খাল ছিল। দখল হতে হতে ১৯৮৫ সালে তা তেতাল্লিশে এসে দাঁড়ায়। এর মধ্যে বর্তমানে ১৭টি খালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। ২৬টি টিকে থাকলেও তা মৃতপ্রায় অবস্থায় রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদারিত্বের কারণে খালের প্রবাহ বন্ধ হওয়ায় ঢাকার জলাবদ্ধতা বাড়ছে।

শিশু কিশোরদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য মাঠ ও খোলা যায়গা অত্যান্ত জরুরি উল্লেখ্য করে তিনি বলেন, ঢাকায় প্রয়োজনের তুলনায় মাঠ ও খোলা জায়গা অপ্রতুল হলেও যা আছে তার মধ্যে ৬ হাজার ৯০০ একর মাঠ ও পার্ক দখল হয়ে আছে।

নির্বাচিত হলে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ, দখল হওয়া খাল ও মাঠ উদ্ধার করার প্রতিশ্রুতি ঘোষণা করে তিনি বলেন, ঢাকার ৪০ ভাগ মানুষ হেঁটে চলে। অথচ তাদের জন্য প্রশস্ত ফুটপাত নেই। ফুটপাথগুলো চাঁদাবাজদের দখলে চলে গেছে। পরিসংখ্যানে এসেছে, ফুটপাত থেকে বছরে ১ হাজার ৮২৫ কোটি টাকার চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজদের হাত থেকে ফুটপাত উদ্ধার করে পথিকবান্ধব ফুটপাত তৈরি করা হবে। হকারদের সম্মানজনকভাবে পুনর্বাসন করা হবে।

আজ ১৫ জানুয়ারী বুধবার দুপুরে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় গণসংযোগ করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। এসময় তিনি চাঁদাবাজ, সিন্ডিকেটবাজ ও দখলদারদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান।

গণসংযোগকালে প্রার্থীর সাথে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় সদস্য মুনতাসির আহমাদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরর সহ-দপ্তর সম্পাদক মুফতি নিজামুদ্দীন, রামপুরা থানা সভাপতি মাওলানা মনিরুজ্জামান প্রমূখ।

/এসএস

মন্তব্য করুন