

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণ সিটিতে নগরবাসীকে সঙ্গে নিয়ে নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীথ হাতপাখা প্রতিকের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান।
আলহাজ্ব আব্দুর রহমান বলেছেন, নগরবাসী যদি ভোট দিয়ে হাতপাখা প্রতিককে বিজীয় করেন- তাহলে নগরের প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে একটি নিরাপদ ও বাসযোগ্য আদর্শ নগরী গড়ে তুলবো।
তিনি বলেন, বৃদ্ধ, শিশু, মহিলা, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কুলি, মজুর, জেলে, তাঁতী বাড়িওয়ালা, গাড়ীওয়ালা, চাকুরীজীবী সহ সকলের অংশগ্রহণ নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।
আজ সোমবার সকাল ১১ টা থেকে চকবাজারের ২৮, ২৯, ৩০ ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামপন্থী একক প্রার্থী হিসেবে হাতপাখার পক্ষে সমর্থন চান আলহাজ্ব আব্দুর রহমান।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকায় তিনি গণসংযোগ করেন। দুপুরের পর থেকে গণসংযোগে নামেন লালবাগ থানায়। দুপুর আড়াইটায় লালবাগ শহীদনগর বৌবাজার থেকে ফের গণসংযোগ শুরু করেন।
গণসংযোগ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এছাড়াও গণসংযোগে ভোটরদের নানান প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, অস্তিত্ব রক্ষার নয়, এবারের লড়াই বিজয় অর্জনের।
/এসএস