

শুরতে কিছুটা নিষ্প্রভ থাকলেও শেষের দিকে এসে স্বমহিমায় জ্বলে ওঠেন কাটার মাস্টার দ্য ফিজ। লীগ পর্ব শেষে এখন সেরা বোলার মোস্তাফিজুর রহমান। গত শনিবার শেষ হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্ব। এখন পর্যন্ত ৪২ ম্যাচ হয়েছে। রংপুর রেঞ্জার্সের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ১২ ম্যাচে ২০ উইকেট শিকার করে সেরা বোলারের তালিকায় রয়েছেন প্রথমস্থানে।
প্রথম দিকে নিষ্প্রভ থাকায় বেশ সমালোচনা শুনতে হয়েছিলো কাটার মাস্টারকে। তবে ওই সময় সতীর্থ খেলোয়াড়রা তাকে সঙ্গ দিয়েছেন ইতিবাচকভাবে। সতীর্থদের উৎসাহ-অনুপ্রেরণায় শেষপর্যন্ত ঘুরে দাঁড়ান মোস্তাফিজ। বল হাতে জ্বলে উঠে লিগ পর্ব শেষে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকান পেস অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। ১৭টি করে উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মেহেদি হাসান রানা ও খুলনার শহিদুল ইসলাম।
বঙ্গবন্ধু বিপিএলে লিগ পর্ব শেষে শীর্ষ ৫ বোলার
ধারাক্রম: খেলোয়াড়- ম্যাচ- ইনিংস- ওভার- রান- উইকেট
মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স)-১২-১২-৪৪.৩-৩১২-২০
রবি ফ্রাইলিঙ্ক (খুলনা টাইগার্স)-১২-১২-৪৫-৩৩০-১৮
মেহেদি হাসান রানা (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-৮-৮-৩০-২০৯-১৭
শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স)-১১-১১-৪১-৩৫৮-১৭
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)-১১-১১-৪০.৫-২৯২-১৬
/এসএস