

রাজধানীর ধানমন্ডির ৭/এ সড়কের একটি বাড়ি থেকে এক কোটির বেশি টাকার জাল নোট উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে বাড়িটিতে অভিযান চালিয়ে নোটগুলো উদ্ধার ও দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন– সাইফুল ইসলাম (৩০) ও শাহ আলম (৪০)। র্যাব ১০-এর উপ-অধিনায়ক জানান, অভিযানে শতভাগ প্রস্তুত জাল নোটসহ ৭০-৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এমন জাল নোট উদ্ধার করা হয়েছে। জাল টাকা তৈরি এবং বাজারে ছড়ানোর অভিযোগে ওই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ চক্রটি গত পাঁচ বছর ধরে এই বাড়িতে অবস্থান করে জাল টাকা প্রস্তুত করছিল। বাড়িটি থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সামগ্রীও উদ্ধার করা হয়েছে।
ওয়াইপি/