প্রতীক পেলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ ও আবদুর রহমান

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম। এতে হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত শেখ মো. ফজলে বারী মাসউদ। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে আছেন মো. আবদুর রহমান।

নিয়ম অনুযায়ী এখন থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গোপীবাগ রোডের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের ডিএসসিসি’র রিটার্নিং অফিসের অস্থায়ী কার্যালয় থেকে তাদের প্রতীক বরাদ্দ দেন ডিএসসিসি’র রিটার্নিং অফিসার আবদুল বাতেন।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম এবং ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল।

এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি’র মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৩০ জানুয়ারি।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন