বিশ্ব ইজতেমা সামনে রেখে বাংলাদেশে আহমদ লাট ও ইবরাহিম দেওলা

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
ছবি: আহমদ লাট ও ইবরাহিম দেওলা

ইসমাঈল আযহার
সহ-সম্পাদক

বিশ্ব ইজতেমা ২০২০ সামনে রেখে বাংলাদেশে এসে পৌঁছেছেন তাবলীগের জামাতের ভারতের অন্যতম মুরুব্বী মাওলানা আহমদ লাট সাহেব এবং ইবরাহিম দেওলা।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় বিমানযোগে ঢাকা পৌঁছেন তাবলিগের এই মুরব্বি। এখন আলেমদ্বয় টঙ্গী ময়দানে অবস্থান করছেন।

বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

টঙ্গীর তুরাগ নদের তীরে স্বেচ্ছাশ্রমেন মাধ্যমে বিশ্ব ইজতেমার ময়দানের প্রস্তুতির কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমসহ সাধারণ জনতা ও বিভিন্ন পেশার মানুষ।

আগামী ১০ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দুই পর্বের ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আলাদাভাবে। এবার কোনও পক্ষেরই পাঁচ দিনের প্রস্তুতিমূলক সমাবেশ ‘জোড়’ ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়নি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন ১০, ১১ ও ১২ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১২ জানুয়ারি (রবিবার) শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

চার দিন বিরতি দিয়ে সা’দ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৯ জানুয়ারি (রবিবার) সমাপ্তি ঘটবে ২০২০ সালের ৫৭তম বিশ্ব ইজতেমা।

বাংলাদেশে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে ১৯৬৩ সাল থেকে। জানুয়ারির ১০ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া ইজতেমা হবে ৫৭তম। ২০০৯ সাল পর্যন্ত ইজতেমা তিন দিন ধরে অনুষ্ঠিত হতো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেন বলে এটি বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিতি পায়।

পরে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১০ সাল থেকে দুই দফায় তিন দিন করে ইজতেমার আয়োজন করা হতো। তাবলিগের আমির মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীর বিরোধের কারণে গত বছর থেকে দুই পক্ষ তিন দিন করে আলাদাভাবে ইজতেমার আয়োজন করতে শুরু করে।

আই.এ/

মন্তব্য করুন