নেদারল্যান্ডের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক ছিন্ন করার আহ্বান খেলাফত আন্দোলনের

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

নেদারল্যান্ডে মুহাম্মাদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিক্ষোভে নেদারল্যান্ডের পার্লামেন্ট মেম্বার গার্ল্ড ওয়াইল্ডারস এর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীর। আজ শুক্রবারা রাজধানীর কামরাঙ্গীচরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, নেদারল্যান্ডের এমপি গার্ল্ড ওয়াইল্ডারস আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘোষণা দিয়েছে। ২০১৮ সালে ওয়াইল্ডার্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘোষণা দিলেও মুসলিম বিশ্বে কঠোর আন্দোলনের মুখে ওয়াইল্ডার্স তার এ কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছিল। কিন্তু সম্প্রতি ওয়াইল্ডার্স আবারও তার টুইটার একাউন্ট এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যঙ্গচিত্র অঙ্কনের ঘোষণা দেয়। কার এহেন ধৃষ্টতা কোনোভাবেই বরদাশ করা মতো নয়।

মাওলানা মিয়াজী বলেন, বিশ্ব নবীর কোনো ধরনের অবমাননা মুসলমানগণ বরদাশত করবে না। ধর্ম অবমাননা ও শান্তি বিনষ্টের অপরাধে নেদারল্যান্ডের সরকারকে এমপি গার্ল্ড ওয়াইল্ডাররেস দৃষ্টান্ত মূলক বিচার করতে হবে। অন্যথায় মুসলিম রাষ্ট্রগুলো নবীর মহাব্বতে নেদারল্যান্ডের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। এ ধরণের ঘৃণিত ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী কর্মসূচির বিরুদ্ধে বাংলাদেশের ইসলামী অঙ্গনসহ বিশ্বের মুসলিম দেশগুলোকে হযরত মুহাম্মদ সা. এর ইজ্জত রক্ষায় কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা আব্দুস সালাম ও ইব্রাহিম খলিল নোমানী প্রমুখ।

/এসএস

মন্তব্য করুন