

কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম’ই একমাত্র সমাধান এই স্লোগান কে সামনে রেখে ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় পটুয়াখালী সার্কিট হাউস সংলগ্ন শেরে-বাংলা পাঠাগারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা সভাপতি এইচ এম আবু তাহের খান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি, এম হাসিবুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় অফিস ও যোগাযোগ সম্পাদক, গাজী মুহা. ওসমান গণি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সেক্রেটারি, আর আই এম অহিদুজ্জামান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার অঙ্গ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ইশা ছাত্র আন্দোলনের ছাত্রদের কিশের ভয়, তারা তো টেন্ডারবাজি করে না, তারা তো অবৈধ কোনো কাজে লিপ্ত থাকে না, ইশার কোনো সদস্য, কর্মি কারো গায়ে কোনো কালির দাগ নেই, আজ এখনাে যারা উপস্থিত হয়েছে অধিকাংশ ছাত্রই নিজে জেনে শুনে বুঝে এসেছে এবং হকের উপরে আছে বলেই তাড়া এই ছাত্র সংগঠন বেচে নিয়েছে। তাই আমি বলবো সব বাধা ভয় ঝেড়ে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাও। এদেশে তোমরাই কালিমার পতাকা ওড়াতে বড় ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে এম হাসিবুল ইসলাম বলেন, আমরা স্বাধীনতার বয়স পেড়িয়ে ৪৯ এ পা রেখেছি কিছুদিন পরে আমরা আবার রজত জয়ন্তী পালন করব ৫০ বছর হবে কিন্তু এই স্বাধীনতার ৫০ বছরে এসে বাংলাদেশের মানুষ সাম্য ফিরে পায়নি। যেই নীতির আদর্শের গত ৪৮ বছর এদেশ পরিচালিত হয়েছে এই নীতির মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা এদেশের মজলুম মানুষের পক্ষে কথা বলব আমরা অসহায়ের পক্ষে কথা বলব দেশের পক্ষে কথা বলব কিন্তু আজ আমাদের কণ্ঠরোধ করে রেখেছে।
এ কারণেই বাংলাদেশের যুবসমাজ বাংলাদেশের ছাত্রসমাজকে আবারো জাগ্রত হতে হবে। শেখ মুজিব বলেছিল সোনার বাংলা করতে চাই কিন্তু সোনার মানুষ তো নাই সোনার মানুষ না হওয়ার কারণে তিনি সোনার বাংলা করতে পারেন নাই। এরপরে নতুন বাংলা হয়েছে সবুজবাংলা হয়েছে বর্তমানে ডিজিটাল বাংলা হয়েছে, কিন্তু আমরা যদি চারদিকে লক্ষ্য করি এদেশের ছাত্র সমাজ আজ সাম্য মানবিক মর্যাদা ফিরে পায়নি, সব মিলিয়ে আজ আমরা ভালো নেই।
তিনি আরও বলেন, এই সমাজ পরিবর্তন করতে হলে ইশা ছাত্র আন্দোলনকেই প্রধান ভূমিকা পালন করতে হবে, কারণ ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির বলেন কোন দলই ছাত্রদের সাম্য মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে পারেনি। তাই এই জায়গাগুলোতে ইশা ছাত্র আন্দোলনের ভূমিকা পালন করতে হবে।
এ সময়ে ২০১৯ এর জেলা কমিটি বিলুপ্ত করে ২০২০ এর নতুন কমটি ঘোষণা করা হয়, এতে সভাপতি, ইলিয়াস আহমাদ,সহ-সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মনোনীত করা হয়। এরপর দোয়া মোনাজাতের মাধ্যমে জেলা সম্মেলন এর কার্যক্রম শেষ করা হয়।
আই.এ/