দক্ষিণে খোকন আউট তাপস ইন; উত্তরে আতিক বহাল

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ডিএসিসিতে বেশ নাটকীয়তা তৈরি হয়েছিলো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে। উত্তাপ শুরু হয় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর। উত্তাপ কমাতে সাংবাদিকদের সামনে চোখের জলে বুক ভাসান মেয়র সাঈদ খোকন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেও মনোনয়ন থেকে যেন তাকে বঞ্চিত করা না হয় সেজন্য অনেক অনুনয়-বিনয় ও কাকুতি-মিনতি করেছেন। প্রধানমন্ত্রীকে একমাত্র অভিাভবক উল্লেখ্য করে মেয়র খোকন গণভবনেও কেঁদেছেন। তখন প্রধানমন্ত্রী বলেছেন, নিজের কাজ চালিয়ে যেতে। অনেকেই ধারণা করেছিলো মেয়র খোকনই ফের মনোনয়ন পেতে চলছেন।  কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাপসকেই দেয়া হলো দলীয় মনোনয়ন।

আজ রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দক্ষিণে মনোনয়ন পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং উত্তরে পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।

রোববার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

/এসএস

মন্তব্য করুন