কক্সবাজারে ইশা ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা শহরের হলিডে মোড়স্হ হোটেল সিলভার সাইনের কনভেনশন হলে শুক্রবার (২৭ শে ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুহাম্মাদ ইসমাইল জাফরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মাদ মোরশেদ কারীমের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি এ,কে,এম অাব্দুজ্জাহের আরেফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ আলী।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ইশা ছাত্র আন্দোলন আদর্শিক ভাবে সকল ছাত্র সংগঠনের উর্ধে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সম্পর্কে ছাত্রলীগের ঢাবি সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ অযৌক্তিক ও অনাধিকার চর্চা। সহিংস ও মারমুখী ছাত্ররাজনীতির করালগ্রাস থেকে ছাত্র সমাজকে মুক্ত করতে আরো সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি আলোচনায় বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলামি মূল্যবোধকে বুকে ধারণ করে ইসলামি সমাজ বিনির্মানে নিরলস প্রচেষ্টা অব্যহত করতে হবে।

প্রধান অতিথি আলোচনা ২০২০ সেশনের জন্য মুহাম্মদ মোরশেদ কারিমীকে সভাপতি, হুজ্জাতুল্লাহ মিছবাহকে সহ-সভাপতি, মিছবাহ উদ্দীন কায়ছারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামীআন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সেক্রেটারি মাও. মুহাম্মদ শোয়াইব, সাংগঠনিক সম্পাদক রাশেদ অানোয়ার,ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আজিজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার পৌর শাখার সহ-সভাপতি, মাওলানা আমিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মিরাজ হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক আব্দুর রহমান আরিফী, ছাত্র কল্যাণ সম্পাদক আখতার কামাল , জেলা সদস্য মোঃ শহিদুল ইসলাম সহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আই.এ/

মন্তব্য করুন