

বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার ধারাবাহিকতা ধিরে ধিরে বাড়ছে। লেখাপড়া করে চাকরিই করতে হবে এই চিন্তাও দিনে দিনে কমছে তরুণ-তরুণীদের মধ্যে। যার যার সাধ্য অনুযায়ী ছোট ছোট ব্যাবসা বা ই-কমার্স বিজনেস নিয়ে আগাচ্ছে অসংখ্য তরুণ তরুণীরা। একে অপরের সহযোগীতাও করছে এসব ক্ষুদে উদ্যোক্তারা। সম্প্রতি তেমনই দুজন উদ্যোক্তার দুটি প্রতিষ্ঠান পারস্পরিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন পরস্পরের সহযোগীতার ভিত্তিতে পন্য ভোক্তাদের পন্য সরবারাহ করার ব্যাপারে।
গাজী সাকিব আহমেদ এর মধু উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ম্যাগ’ এবং ইয়াসিন আহমেদ এর ফ্যাশন ও পোশাক পন্য সরবরাহকারী ই-কমার্স প্রতিষ্ঠান ইফোর্ট বিডির মধ্যে সমঝোতা সাক্ষর সম্পন্ন হয়েছে। ম্যাগ-এর স্বত্বাধীকারী গাজী সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফ্যাশন ও খাদ্য পণ্যে উন্নত সেবা দিতে একসঙ্গে কাজ করবে তারা। এ ক্ষেত্রে টি-শার্ট ও বিভিন্ন পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ইফোর্ট বিডি’ ও খাদ্য পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ম্যাগ’ পারস্পরিক চুক্তির ভিত্তিতে কাজ করবে এবং গ্রাহকদের জন্য যে কোন সুযোগ সুবিধা তৈরিতে ভূমিকা রাখবে। সে ক্ষেত্রে ম্যাগ ও ইফোর্ট বিডির সকল গ্রাহক এক জায়গা থেকেই উভয় প্রতিষ্ঠাণের পণ্য সংগ্রহ করতে পারবেন।
বিভিন্ন বাক্যের বাহারি স্লোগান ও দৃষ্টিনন্দন ডিজাইনের টি-শার্ট বাজারে এনে বেশ পরিচিতি পায় ইফোর্ট বিডি। এরপর থেকে অনলাইনে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মত। সম্প্রতি রাজধানীর শনির আখরায় আউটলেট নিয়ে কাজ শুরু করছেন তারা। অন্যদিকে আধুনিক পদ্ধতিতে মধু উৎপাদনে প্রায় ৩ যুগের বেশি সময় ধরে কাজ করে আসা প্রতিষ্ঠান ২০১৮-এর জানুয়ারীতে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ম্যাগ নামে বিপণন খাতে প্রবেশ করে । এরপর আন্তর্জাতিক বানিজ্য মেলায় স্টল নিয়ে পন্য বিক্রি করাসহ বিভিন্নভাবে তারা খাটি মধুর বাজার ধরার প্রচেষ্টায় আছেন। উভয় প্রতিষ্ঠানের চুক্তি তাদের কাজের গতি আরও বাড়াবে বলেই ধারণা করছেন তারা। অনলাইনেও তাদের পন্য সম্পর্কে নিয়মিত জানা যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে।