

ইসলামী আন্দোলন বাংলাদেশেল আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিশ্ব মুসলিম এখন নেতৃত্ব সংকটে ভুগছে। ইসলামি বিপ্লবের জন্য দরকার বিশ্বমানের নেতৃত্ব। উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, আন্তর্জাতিক যোগাযোগ ও ব্যবস্থাপনায় যারা হবে দক্ষ। জাতীয় ঐক্যের জন্য কাজ করবেন এবং সংকট নিরসনে প্রয়াসী হবেন, ইশা ছাত্র আন্দোলনকে এমন যোগ্য নেতৃত্ব তৈরিতে কাজ করতে হবে।
গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ইশা ছাত্র আন্দোলন চরমোনাই কওমিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাখা সভাপতি এইচ এম ইসমাইল হোসেন লক্ষীপুরীর সভাপতিত্বে ও মোশাররফ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, ইশা ছাত্র আন্দোলন হচ্ছে নেতৃত্ব তৈরীর কারখানা। বিশেষকরে চরমোনাই মাদ্রাসার ছাত্রদেরকে এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখতে হবে। দেশবাসী তাদের থেকে অনেক বেশি প্রত্যাশা রাখে।
এছাড়াও তিনি চীন, কাশ্মীর ও ভারতের অমানবিক মুসলিম নির্যাতন নিয়েও উদ্বেগ প্রকাশ করে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতায় মুসলিম জাতির অবদান অনস্বীকার্য। সুতরাং তাদেরকে বাদ দিয়ে বিশ্বের ইতিহাস রচনার চেষ্টা অলিক স্বপ্ন ছাড়া কিছুই নয়।
এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আ ফ ম খালেদ হোসাইন, মুফতী হাবিবুর রহমান মিছবাহ, মুফতী দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা আবু বকর সিদ্দিক, মুফতি হোসাইন মোহাম্মদ কাওছার বাঙ্গালী, নুরুল বাসার আজিজি, মুফতী এইচ এম আবু বকর সিদ্দীক, মাওলানা কাওসার আহমদ।
ড. আ ফ ম খালেদ হোসাইন তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনকে নেতৃত্ব তৈরির ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং মিল্ক ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারকে এ ব্যাপারে ওলামায়ে কেরামের পরামর্শ গ্রহণ করা উচিত।
প্রধান বক্তার আলোচনায় ছাত্রনেতা এম হাসিবুল ইসলাম বলেন, হযরত পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাইহি চরমোনাইর মাটিতেই ইশা ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন এবং একদিন এখান থেকেই ইসলামী বিপ্লবের সূচনা হবে ইনশাআল্লাহ। এজন্য কর্মীদের মানোন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, গবেষণা এবং একাডেমিক পড়াশোনায় সর্বোচ্চ গুরুত্বারোপ সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ছাত্রনেতা রহমত উল্লাহ চাঁদপুরী, ফয়সাল বিন আব্দুল মালেক, নেসার উদ্দিন মেসবাহ, হোসাইন আহমদ আমিনীসহ জেলা নেতৃবৃন্দ।
আই.এ/