

বাংলাদেশের আলোচিত ও জননন্দিত বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকির মাহফিল মানেই যেন জনসমূদ্র। সাধারণত বাংলাদেশের ট্রেডিশনে রাতের বেলা মাহফিলের প্রচলন ও সেখানে মানুষের ঢল নামলেও কিছু কিছু বক্তা ও ইসলামী আলোচকের ক্ষেত্রে তা ব্যাতিক্রম। যাদের মধ্যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক অন্যতম। যার নাম শুনলেই তার মাহফিলে উপস্থিত হন লাখো ইসলামপ্রেমী জনতা। সময়ের বিবেচনা না করেই জনগণ এসে উপস্থিত হন তার ওয়াজ শুনতে।
তেমনটাই দেখা গেছে বাংলাদেশের উত্তরাঞ্চলের বগুড়া জেলার এক মাহফিলে। আজ ২৩ ডিসেম্বর সোমবার বগুড়ার নন্দিগ্রাম এলাকার এক মাহফিলে জোহরের নামাজের পর বয়ান করেছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক। সকাল থেকেই নন্দীগ্রাম এলাকার ওই মাঠে লোকজন জড়ো হওয়া শুরু করেন এবং এক সময় তা জনসমূদ্রে রুপ নেয়। জোহরের পর প্রায় দেড়ঘন্টা বয়ান করেন মাওলানা হাফিজুর রহমান। তিনি তার বয়ানে ইসলামের বিভিন্ন অনুশাসনসহ সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। এর আগেও তার বেশ কিছু মাহফিলে দেখা গেছে জনগণের ব্যাপক উপস্থিতি।
প্রসঙ্গত : মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক এবং তার পরিবারের তারা তিন ভাই-ই দেশের বিভিন্ন স্থানে ইসলামী আলোচনা এবং ওয়াজ-মাহফিল করে থাকেন। তার অপর দুই সহোদর মুফতী হাবিবুর রহমান মিছবাহ এবং মাওলানা মাহফুজুর রহমান জাবেরও সারাদেশে ব্যাপক জনপ্রিয় ইসলামী আলোচক। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও তারা ওয়াজ-মাহফিলে আলোচনা করে থাকেন।
এইচআরআর/পাবলিক ভয়েস