

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
তুহিন ফারাবীর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিষয়টি জানান।
তিনি জানান, রোববার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়ে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। রাতেই এদের মধ্যে গুরুতর তুহিন ফারাবী নামে একজনকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। পরে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে তার শারীরিক অবস্থা উন্নত হলে ফারাবীর লাইফ সাপোর্টে খুলে দেওয়া হয়। কিছুক্ষণ পর তাকে নিউরো ওয়ার্ডে স্থান্তান্তর করা হবে।
রোববার ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হককে তার কক্ষে ঢুকে লাইট বন্ধ করে বাঁশ ও রড দিয়ে পিটিয়ে আহত করেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তার সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক পেটানো হয়। এতে ১৫ থেকে ২০ জন আহত হয়।
আই.এ/