

আবারও হামলা করা হয়েছে ডাকসুর ভিপি নুর ও তার সহযোগীদের। ভয়াবহ হামলাসহ তাদের অফিসও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ।
এই হামলার একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে নুরুলহক নুরুর ফেসবুক পেজে।
ভিডিও দেখা যায়, ডাকসুর অফিসে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কয়েক জন। মার খেয়ে অনেকেই আহাজারি করছেন। ভিপি নুরকে দেখা গেছে অজ্ঞান অবস্থায়। কয়েকজন ছা্ত্র তাকে সেবা দিচ্ছেন, পানি দিয়ে জ্ঞান ফেরাবার চেষ্টা করছেন।
অপর একটি ভিডিওতে দেখা যায়, দুজন ছাত্র হামলার খবর দিয়ে বলছেন। দরজা বন্ধ করে ভিপি নুর সহ অফিসের সবাইকে মারধর করা হচ্ছে। প্লিজ আপনার এগিয়ে আসুন।
ভিডিওতে তারা সাংবাদিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাহায্য কামনা করেন। এবং বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তারা অভিযোগ দিয়েছেন। কিন্তু কোনও উত্তর পাননি। তারা কোনও ব্যবস্থাও গ্রহণ করছেন না।
‘নুরুলহক নুরুর একজন সহযোগীকে তিন তলা থেকে ফেলে দিয়েছে তারা। তিনি গুরুতর অবস্থায় আছেন। এমনকি এক চোখে কিছুই দেখতে পাচ্ছেন না।’ বলেন তারা। তিন তলা থেকে ফেলা দেওয়া ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন (পিভি নুর ও তার সহযোগীদের ওপর ভয়াবহ হামলা)
আই.এ/