সুনামগঞ্জে যুব জমিয়তের সভাপতি আহমদ শফি, সাধারণ সম্পাদক আব্দুল মালিক

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ক্বারী আহমদ শফি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা আব্দুল মালিক ত্বাহা। 

সোমবার (১৬ ডিসেম্বর) যুব জমিয়ত সুনামগঞ্জ সদর উপজেলার কাউন্সিল সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সদর উপজেলার কমিটি পূণঃগঠন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংদেশের কেন্দ্রিয় সহ সভাপতি, আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা আব্দুল বাছির। জেলা সহসভাপতি মাওলানা আফসার উদ্দিন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওঃ আব্দুল ওয়াহহাব, সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীসহ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

এ কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি : ক্বারী আহমদ শফী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক ত্বাহা। সহ সাধারণ সম্পাদক হাফিজ আবুহানিফা। সহ সাধারণ সম্পাদক মাওলানা বাহাউদ্দীন আসআদ। সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ হাফিজুর রহমান মারুফ। সাহিত্য সম্পাদক মাও. জিয়াউর রহমান আমিরী,অর্থ সম্পাদক মাও. মোহাম্মদ আলী।

আই.এ/

মন্তব্য করুন