বাহরাইনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন ইমরান খান

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

ইসমাঈল আযহার: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিয়েছে বাহরাইন। দেশটির রাজা শাহ হামাদ বিন ইসা আল-খলিফা ইমরান খানের হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন। সোমবার (১৬ ডিসেম্বর) বাহরাইনের বেসরকারী নিউজ চ্যানেলের বরাত দিয়ে ডেইলি পাকিস্তান এখবর দিয়েছে।

এর আগে, ইমরান খান বাহরাইনে পৌঁছলে দেশটির রাজা হামাদ বিন ইসা আল-খলিফা তাকে গ্রহণ করেন। ইমরান খান বাহরাইনের জাতীয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলে তাকে এই সম্মননা প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ বাহরাইনে আগমনের অভ্যর্থনা জানানো হয়। এ সফরে ইমরান খানের সঙ্গে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, স্বরাষ্ট্রমন্ত্রী এজাজ শাহ এবং সহকারী বিশেষমন্ত্রী জুলফি বুখারী।

এদিকে আজ মালয়েশিয়া সফর বাতিল করেছেন ইমরান খান। জেনেভায় একটি বৈশ্বিক শরণার্থী সম্মেলনে যোগ দিতে তাকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি। তবে ইমরান খানের পরিবর্তে এই শীর্ষ সম্মেলনে অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কুয়ালালামপুর সফর করবেন।

ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ

আইএ

মন্তব্য করুন