ডা. জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে না মালয়েশিয়া

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

পাবলিক ভয়েস ডেস্ক : আলোচিত ধর্ম প্রচারক ডাক্তার জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে নারাজ মালয়েশিয়া। মালয়েশিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আরও প্রমাণ চাই। জাকির নায়েককে ফিরিয়ে এক বছর আগে আবেদন করেছিল ভারত। কিন্তু মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিম সম্প্রতি ভারত সফরে এসে বলেন, বিষয়টি দেখা হচ্ছে। তবে ভারতের কাছ থেকে আরও তথ্যপ্রমাণ চাই।

 

২০১৬ সালে ঢাকার গুলশানে হামলাকারী উগ্রবাদীদের কয়েকজন জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় জাকির নায়েক ঐ অভিযোগ নাকচ করে বলেন, আমি শান্তির দূত, কখনও সন্ত্রাসবাদে উৎসাহ দিই না।

 

ভারত ইতোমধ্যেই জাকির নায়েক এবং তার পিস টিভি-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।

 

সেই থেকে বিদেশেই আছেন ডাক্তার জাকির নায়েক। আপাতত তিনি মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন। ২০১৬ সালের নভেম্বরে ইউএপিএ-সহ ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

 

২০১৭ সালে জাকিরের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিস’ জারির আবেদন জানায় ভারত। কিন্তু ইন্টারপোল জানিয়ে দেয়, জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ দিতে পারেনি দিল্লি। আইনি প্রক্রিয়াও ঠিকভাবে অনুসরণ করা হয়নি।

 

এবার আনোয়ার ইব্রাহিমের বক্তব্যেও হতাশ দিল্লি। তিনি বলেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মালয়েশিয়া সরকারের গোটা বিষয়টি আরও ভালো করে বোঝার প্রয়োজন রয়েছে। ভারতের অনুরোধের দিকটিকে আমরা সম্মান করছি। কিন্তু আমাদেরও আইন-কানুন রয়েছে। আমরা আমাদের আইনের দিক লক্ষ্য রেখেই কাজ করব।

মন্তব্য করুন