ইসলামী আন্দোলন ওমানস্থ সোহার মহানগর শাখার কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

বনে সালেহ, ওমান থেকে

পাবলিক ভয়েস : পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ সালতানাত ওমানের সোহার মহানগর শাখার নবনির্বাচিত দায়ীত্বশীলদের পরিচিতি সভা গত ১১ জানুয়ারী শুক্রবার স্থানীয় সময় রাত ৮ টায় সোহার তবলীগি মারকাজ মসজিদে সভাপতি মাওলানা তৈয়ব’র সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা নিয়ামতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাবের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতী হোসাইন আহমদ, মাওলানা মীর আহমদ মিরু, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ওবাইদুল হক, মাওলানা মীর হোসেন মিরু, সাংবাদিক মাওলানা আজগর সালেহী, মাওলানা রফিকুল আলম, মাওলানা ফানাহউল্লাহ্, মাওলানা জাবের হোসাইন এবং এজাজ আলী প্রমূখ।

আলোচনা পর্ব শেষে নবগঠিত কমিটির শপত বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাবের আহমদ।

বিঃদ্রঃ গত ৭ ডিসেম্বর সোহার মহানগর কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় মাওলানা তৈয়বকে সভাপতি, হাফেজ মাওলানা ইব্রাহিমকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা মুছা, মাওলানা জোবায়ের এবং মাওলনা ইব্রাহিমকে সহ সভাপতি, হাফেজ নিয়ামতুল্লাহকে সেক্রেটারী, মাওলানা নুমান বিন ফারুক জয়েন্ট সেক্রেটারী এবং মাওলানা এমদাদকে সহ সেক্রেটারী, হাফেজ শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, হাফেজ রফিকুল ইসলামকে সহ সাংগঠনিক সম্পাদক, হাফেজ কাউছার মাহমুদকে প্রচার সম্পাদক, মাওলানা ইলিয়াসকে সহ প্রচার সম্পাদক, মাওলানা অানোয়ার দপ্তর সম্পাদক, হাফেজ মুহসিন সহ দপ্তর সম্পাদক, মাওলানা আল আমিন অর্থ সম্পাদক, হাফেজ মোহাম্মদ হোসাইন সহ অর্থ সম্পাদক, মাওলানা মোরশেদ খান মেখলীকে প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ কেফায়েতুল্লাহ সহ প্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মোস্তফা কামালকে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, মাওলানা নুরুল আমিন আইন বিষয়ক সম্পাদক, মাওলানা মাহবুবুর রহমান প্রবাসী কল্যাণ সম্পাদক, হাফেজ নূর মোহাম্মদ সমাজ কল্যাণ সম্পাদক এবং মাওলানা শাহজাহান, হাফেজ শরীফ হোসাই ও হাফেজ আরিফ হোসাইনকে সদস্য নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট ২০১৯-২০ সেশনের মহানগর কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও মাওলানা মুছাকে সভাপতি করে ১১ সদস্যের উপদেষ্টা কমিটির অনুমোদন দেওয়া হয়।

মন্তব্য করুন