
ডেস্ক রিপোর্ট: গতকাল ১০ জানুয়ারি পীর সাহেব চরমোনাইর আপন চাচাত ভাই মওদুতকে ইয়াবা-সহ গ্রেফতার করে পুলিশ এবং মওদুতের মাদক সেবনকৃত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। কয়েকটি নিউজ পোর্টালে এ নিয়ে সংবাদ ছাপা হয়। জানা গেছে ইয়াবা সেবনের এই ছবিটি থানায় বসে তোলা। এমনকি তার হাতে হাতকড়াও আছে।
এ ব্যাপারে বিস্তারিত জানতে পাবলিক ভয়েসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মওদুতের আপন বড় ভাই সৈয়দ মাহবুব জানান, সৈয়দ পরিবারের সঙ্গে মওদুতের কোনো সম্পর্ক নেই। মওদুত বহু আগ থেকেই এসব অপকর্মে জড়িত এবং পুলিশের হাতেও গ্রেফতার হয়েছে বেশ কয়েকবার। কিন্তু পুলিশ বারবারই তাকে ছেড়ে দিয়েছে।
মওদুতের আপন বড়ভাই সৈয়দ মাহবুব আরও বলেন, মওদুতের সঙ্গে আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। এমনকি আমার পিতা সৈয়দ মোবারক করীম নিজেই মওদুতকে এসব অপকর্মের জন্য জেল হাজতে পাঠিয়েছেন, কিন্তু পুলিশ তাকে বারবারই ছেড়ে দিয়েছে বলে উল্লেখ করেন সৈয়দ মাহবুব।
তিনি আরও জানান, আমার বাবা সৈয়দ মোবারক করীম এবং পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ রেজাউল করীম ও মুফতী ফয়জুল করীমের বৈঠকে বারবার সতর্ক করা হলেও এসব অপকর্ম থেকে ফিরে না আসায় পারিবারিকভাবে মওদুতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়। মাদকাসক্তের কারণে বাবা হয়ে সৈয়দ মোবারক করীম নিজেই ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন।
এ ঘটনা তার জন্য নতুন নয় এবং গ্রেফতারও নতুন নয়। কিন্তু নতুন করে তার ছবি ভাইরাল করে চরমোনাই পীর পরিবারকে জড়িয়ে নিউজ করা দুঃখজনক বলে অভিযোগ করেন সৈয়দ মাহবুব।
সৈয়দ মাহবুব প্রকাশিত সংবাদের শিরোনামের প্রতিবাদ করে বলেন, মওদুতের মাদকাসক্তের কথা সবাই জানে এবং পীর পরিবার যে তাকে আশ্রয় দেয় না তাও জানে, সেখানে তাকে নিয়ে পীর সাহেব চরমোনাইকে জড়িয়ে প্রচার করা উদ্দেশ্য প্রণোদিত।
সৈয়দ মাহবুব বলেন, তারা মওদুতের এসব অপকর্মের জন্য প্রশাসনের কাছে বহুবার আইনী সহায়তার দারস্ত হয়েছেন, কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করলেও বেশিদিন আটকে রাখেনি কখনও। ফলে মওদুতের মাদক সেবন মাত্রা ছাড়িয়েছে। তারা এখনও প্রশাসনের কাছে এ ব্যাপারে আইনী সহায়তা চান এবং সে যাতে সমস্ত অপকর্ম থেকে ফিরে আসে সে ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।