নিউ ভার্সন অফ লাভ-এর দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন বিকেলে

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

এই সময়ের যুবক-যুবতী ও প্রেমজুটির অপরিহার্য ব্যতিক্রমী একটি উপন্যাস নিউ ভার্সন অফ লাভ। উপন্যাসটিতে প্রেম শেখানো হয়েছে— কীভাবে প্রেম করবেন এবং প্রেম পরবর্তী সময়ে কী করণীয়।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাইতুল মোকাররম ইসলামী বইমেলায় রোমান্টিক এ উপন্যাসটির দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন হবে।

আত তাকওয়া পাঠাগার থেকে প্রকাশিত এ বইটির দ্বিতীয় মোড়ক উন্মোচনে উপস্থিত থাকবেন বইটির লেখক, পাবলিক ভয়েস টোয়েন্টিফোর-এর সম্পাদক, বিশিষ্ট ইসলামী আলোচক ও তারুণ্যের আইডল মুফতী হাবিবুর রহমান মিছবাহ।

নিউ ভার্সন অব লাভে পাঠকরা ভিন্ন স্বাদ পাবেন। যারা প্রেম করতে আগ্রহীদের জন্য বইটি না পড়ে প্রেম করা উচিৎ হবে না বলে মন্তব্য করেছেন উপন্যাসটির লেখক।

ইসলামী বইমেলায় গার্ডিয়ান পাবলিকেশন্সের স্টলে পাওয়া উপন্যাসটি।

বই: নিউ ভার্সন অফ লাভ

ধরণ: উপন্যাস

লেখক: হাবিবুর রহমান মিছবাহ

প্রকাশনী: আত তাকওয়া পাঠাগার

বিক্রয় মূল্য: ২০০ ( দুইশত টাকা)

আই.এ/

মন্তব্য করুন