

ইন্দোনেশিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনার জবাবে সেদেশের হাজার হাজার মুসলমান রোববার (২ ডিসেম্বর) জাকার্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে। দ্য নিউইয়র্ক টাইমস এখবর দিয়েছে।
এই বিক্ষোভে আয়োজক কমিটির সদস্য হিকাল হাসান বলেন, এই র্যালীর মূল উদ্দেশ্য হলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া পার্থক্য ও উত্তেজনা ভুলে যাওয়ার জন্য ইন্দোনেশিয়ার মুসলমানদের মধ্যে ঐক্য গঠন করার প্রয়োজন রয়েছে।
জাকার্তার পুলিশ মুখপাত্র ঘোষণা করেছেন, ১২ হাজারের অধিক মুসলমান এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তবে আয়োজক কমিটি এই র্যালিতে অংশগ্রহণকারীদের সংখ্যা আরও অধিক ঘোষণা করেছে।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ২০২০ সালের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে সেদেশের একদল রাজনৈতিক ব্যক্তি ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করতে চাচ্ছে।
আই.এ/