নিখোঁজ আলেম মাওলানা আতিক উল্লাহকে গ্রেফতারের দাবি র‍্যাবের

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

বেশ কিছু ধর্মীয় বইয়ের লেখক ও নিভৃতচারী আলেম হিসেবে পরিচিত হাফেজ মাওলানা আতিকুল উল্লাহকে গ্রেফতার করার দাবি করেছে র‍্যাব। গ্রেফতারের পর শনিবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মাওলানা আতিক উল্লাহর বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, মাওলানা আতিক উল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফতোয়া নির্ধারক ও দাওয়াতি শাখার সমন্বয়কারী ছিলেন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর মাধবদী উপজেলার ছোট গদইচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

গ্রেফতার আতিক উল্যাহ ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা করেন। ফতুল্লা থানায় র‌্যাবের দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলার পলাতক আসামি তিনি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আতিক উল্যাহ মূলত ফেসবুক, টুইটার ও টেলিগ্রামের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

প্রসঙ্গত : বিগত প্রায় দুই মাস ধরে মাওলানা আতিক উল্লাহর খোজ করে যাচ্ছিলেন তার পরিবার। এ বিষয়ে তার পরিবার সংবাদ সম্মেলনও করেছিলো। সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপারে সঠিক সংবাদ প্রকাশ করতে আহবান করেছিলেন অনেকেই। সর্বশেষ প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর আজ তাকে র‍্যাবের হেফাজতে পাওয়া গেলো।

মন্তব্য করুন