ফের জাপার ঢাকা সভাপতি সালমা; মানুষ একই সরকার বেশি দিন চায় না: কাদের

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

ফের জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এসময় সালমা ইসলাম বলেন, জাতীয় পার্টি ধ্বংসের রাজনীতি করে না, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। আমরা ধ্বংসের রাজনীতি বিশ্বাস করি না বলেই মানুষ আমাদের ভালোবাসে।

শনিবার দুপুরে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

এসময় জিএম কাদের বলেন, বাংলাদেশের মানুষ সরকার পরিবর্তনে বিশ্বাসী। তারা একই সরকার বেশি দিন চায় না। এটা তাদের অভ্যাস। কিন্তু মানুষ সরকার পরিবর্তন চাইলেও কার্যক্রমের পরিবর্তন চায় না। আর কার্যক্রমের পরিবর্তন চাইলে মানুষ জাতীয় পার্টিকে চায়।

তিনি বলেন, জাতীয় পার্টিকে সুসংহত ও শক্তিশালী করতে হলে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। যাকে দেখে মানুষ জাতীয় পার্টিকে চিনবে, সম্মান করেবে, সেই নেতা হবে।

শনিবার এশিয়ার সর্ববৃহৎ শপিংমল রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব ও সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল (খোকন)।

এছাড়াও বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। সভাপতিত্ব করেছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

জাতীয় পার্টি বাংলাদেশের এক নম্বর দল উল্লেখ করে কাদের বলেন, জাতীয় পার্টি বাংলাদেশের এক নম্বর দল। কিন্তু ৯১ পর তৎকালীন সরকার জাতীয় পার্টির ওপর অনেক নিপীড়ন ও ‍নির্যাতন চালিয়েছে। জাতীয় পার্টিকে সভা করতে দেয়া হয় নাই, ১৪৪ ধারা জারি করা হয়েছে, মিছিলে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়েছে ও বিভিন্নভাবে হয়রানি করে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, নির্যাতনের পরেও জাতীয় পার্টি সাংগাঠনিকভাবে দূর্বল হয়ে পড়েনি। এখনও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী রাজনৈতিক দল। জাতীয় পার্টি দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার মতো শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে। সেই পর্যায়ে জাতীয় পার্টিকে মানুষও দেখতে চায়। জনগণ পরিবর্তন চায়। কেননা জনগণ জানে জাতীয় পার্টির মাধ্যমে সত্যিকারের পরিবর্তন সম্ভব।

/এসএস

মন্তব্য করুন