

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
আজ বুধবার ২৮ নভেম্বর শুরু হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমোনাই এর ঐতিহাসিক অগ্রাহয়ণের বাৎসরিক মাহফিলের তৃতীয় দিন। বাদ ফজর আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল কারীমের বয়ানের মাধ্যমে শুরু হয় তৃতীয় দিনের কার্যক্রম।
সারাদেশ থেকে আগত আল্লাহ প্রেমিকদের দ্বারা কানায় কানায় পূর্ণ চরমোনাই মাহফিলের ময়দান। আগামীকালের সকালে শুধু দোয়া-মোনাজাতে শরীক হতে, নিজেদের জীবনের পাপ মুছতে হাজির হয়েছেন অসংখ্য মানুষ। এসব আশেকানদের জিকিরে মুখরিত মাহফিলের ময়দান। চারিদিকে শুধু আল্লাহ আল্লাহ রব।
আগত এসব মুসল্লিরা বছরে দু’বার আত্মার খোরাক জোগাতে চরমোনাই-এর মাহফিলে অংশগ্রহণ করে থাকেন। চরমোনাই-এর ময়দানে এই তিন দিন পূর্ণ শরীয়তের মোতাবেক চলাফেরাসহ বেশি বেশি সুন্নত ও নফল ইবাদত করেন। চরমোনাই থেকে বাড়িতে গিয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করেন তারা। তিন দিনের এ বয়ান থেকে নিজের অন্তরকে পরিস্কার করে নেয়। আল্লাহর কাছে কেঁদে কেঁদে অতীত জীবনের গুনাহ ক্ষমা চেয়ে নেন।
চরমোনাই-এর এই সমাবেশে দেশ-বিদেশ থেকে আগত আলেমরাসহ চরমোনাই পীর সাহেব হুজুর অনেকগুলো বয়ান করে থাকেন। পীর সাহেব হুজুরের বয়ানের সময় পুরো মাঠ থাকে নীরব। শ্রোতারা অধীর আগ্রহ নিয়ে শোনেন হুজুরের হৃদয় বিগলিত বয়ান। বয়ান শুনে অনেকেই কাঁদেন। আমজনতারা নিজেদের ভুল বুঝতে পারেন। অনেকে জীবনের মোড় পরিবর্তন করে ফেলেন। চরমোনাই মাহফিলে গিয়ে অসৎ পথ থেকে ফিরে এসেছেন এমন লাখো দৃষ্টান্ত রয়েছে।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার সকাল ৮টায় আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।
আই.এ/