৬ বছরে পাকিস্তানে ৩৩ সাংবাদিককে হত্যা

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তানে বিগত ছয় বছরে মোট ৩৩ জন গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়েছে। সম্প্রতি ফ্রিডম নেটওয়ার্কের প্রকাশিত প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে। ফ্রিডম নেটওয়ার্কের সেই প্রতিবেদনকে এরই মধ্যে সত্য বলে দাবি করেছে দেশটির বেশ কয়েকটি সংগঠন। যার মধ্যে পাকিস্তান প্রেস ফাউন্ডেশনের মতো বৃহৎ সংস্থাও রয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, ফ্রিডম নেটওয়ার্কের সেই প্রতিবেদনে দেশটিতে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে ব্যাপক শঙ্কা প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়, বিগত ছয় বছরে পেশাগত দায়িত্ব পালনের সময় পাকিস্তানে মোট ৩৩ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

পাকিস্তান প্রেস ফাউন্ডেশনের তথ্য মতে, ২০০২ সাল থেকে এই পর্যন্ত পাকিস্তানে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোট ৪৮ জন সাংবাদিক। যাদের মধ্যে ২৪ জনকে পেশাগত দায়িত্ব পালনের সময়ই হত্যা করা হয়েছে। তাছাড়া ১৭১ জন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। এদের মধ্যে ২৪ জন ছোট-বড় হামলার শিকারও হয়েছেন। এমনকি আদালতে মামলা হয়েছে ৩৬ সাংবাদিকের বিরুদ্ধে, এদের মধ্যে আটক হয়েছেন ২৬ জন। তাছাড়া ১৮ জন গণমাধ্যম কর্মীকে গ্রেফতার করা হয়।

অপর দিকে ফরাসি সংগঠন ‘রিপোর্টস উইদাউট বর্ডারস (আরএসএফ) ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স-২০১৯’ অনুযায়ী, স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চায় বিশ্বের ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৪২তম। বিশ্লেষকদের মতে, মূলত এই সূচকের মাধ্যমেই দেশটিতে স্বাধীনভাবে সাংবাদিকতা চর্চার অবস্থা বোঝা সম্ভব।

আই.এ/

মন্তব্য করুন