

ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
শুরু হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ইসলামী মহাসম্মেলন চরমোনাই এর ঐতিহাসিক অগ্রাহয়ণের বাৎসরিক মাহফিল।

ছবি: পাবলিক ভয়েস
আগামী ২৬ নভেম্বর বাদ জোহর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাহফিলের আনুষ্ঠানিকতা।

ছবি: পাবলিক ভয়েস
আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হবে কীর্তনখোলা তীরস্থ চরমোনাই ময়দান।

ছবি: পাবলিক ভয়েস
২৬,২৭,২৮ তিনদিনব্যাপী এ মাহফিল ২৯ নভেম্বর সকালে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ছবি: পাবলিক ভয়েস
দ্বিতীয় দিন সন্ধা এবং এব তৃতীয় দিন সকালে দুটি বয়ান করেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

ছবি: পাবলিক ভয়েস
ইতোমধ্যে মাহফিলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে পাবলিক ভয়েসকে জানিয়েছেন মাহফিল বাস্তবায়নের প্রধান নির্বাহী চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান মুফতী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের।

ছবি: পাবলিক ভয়েস
গতবছর থেকে পূর্ণ ৫টি মাঠ নিয়ে বড় পরিসরে হলেও অগ্রহায়ণের এ মাহফিল কিছুটা ছোট পরিসরে হয়ে থাকে।

ছবি: পাবলিক ভয়েস
এবছর মূল মাদরাসা মাঠসহ দুইটি মাঠ মাহফিলে আগত মুসুল্লিদের জন্য প্রস্তুত করা হয়েছে প্যান্ডেলের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। মাইক-লাইট প্রায় সেট হয়ে গেছে। সামিয়ানার কাজ কিছু বাকী আছে, যা মাহফিল শুরুর আগেই শেষ হয়ে যাবে।

ছবি: পাবলিক ভয়েস
মাহফিলের দ্বিতীয় দিন আগত স্কুল-কলেজ, মাদরাসার ছাত্রদের নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র সমাবেশ এব তৃতীয় দিন সকাল ১০টায় ইসলামী আন্দোলনের আয়োজনে ওলামা সমাবেশ হয়ে থাকে।

ছবি: পাবলিক ভয়েস
এ মাহফিলে বিভিন্ন খোলাফা ও দেশ-বিদেশ থেকে আগত অলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ বয়ান করে থাকেন।

ছবি: পাবলিক ভয়েস
প্রতিদিন সকালে সবকটি মাঠে খুটি ভিত্তিক হালকায় মুসুল্লিদের নামাজ, কেরাত ও মাসআলা মাসায়েলের প্রাক্টিক্যাল তালিম দেয়া হয়।

ছবি: পাবলিক ভয়েস
প্রতি বছর অগ্রহায়ণের ১২,১৩,১৪ ইংরেজী ২৬,২৭,২৮ নভেম্বর ও ফাল্গুণের ১২,১৩,১৪ ইংরেজী ২৪,২৫,২৬ ফেব্রুয়ারিতে দুটি মাহফিলে হয়। এবছরের অগ্রহায়ণের মাহফিল শুরু হচ্ছে আগামী সোমবার ২৬ নভেম্বর।
আই.এ/