

জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের ক্ষমতাসীন ইমরান খান সরকারের বিরুদ্ধে বৈদেশিক তহবিল মামলার শুনানির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডেইলি পাকিস্তান অনলাইন এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
মাওলানা ফজলুর রহমান প্রধান নির্বাচন কমিশনার অবসর নেওয়ার আগে এই মামলার সিদ্ধান্ত গ্রহণ করার আবেদন জানান। তা না হলে মামলার মেয়াদ বেড়ে যাবে। তিবি বলেন ইমরান খান পদত্যাগ করুক অথবা তিন মাসের মধ্যে নির্বাচন দিক।
ফজলুর রহমান বলেন , তিনি একজন কাপুরুষ খেলোয়াড়। কেউ সামনে আসলে পালিয়ে অন্য পথ অবলম্বন করেন। এমন পালিয়ে যাওয়া হারেরই নামন্তর। তিনি বলেন, আমিও একজন খেলোয়াড়। আমি জানি কিভবে মোকাবেলা করতে হয়। তিনি অন্যকে চোর বলে এখন নিজেই পালাচ্ছেন।
ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহার অনুবাদ
আই.এ/