
বশির ইবনে জাফর: আগামী ১লা ফেব্রুয়ারি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি মূলক যৌথ সভা আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পল্টনস্থ আইএবি মিলনায়তনে ঢাকা মহানগর পূর্বের আওতাধীন সকল থানা প্রতিনিধিদের উপস্থিতিতে এ যৌথ সভা আয়োজিত হয়।
যৌথ সভায় ইশা ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক এম হাসিবুল ইসলাম বলেন, সর্বস্তরের ছাত্রদের শাখা পর্যায়ে সংগঠনিকভাবে মজবুতি অর্জন করে চূড়ান্ত বিপ্লবের প্রস্তুতি নিন সবাই।
ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি মু. সিরাজুল ইসলমের সভাপতিত্বে আয়োজিত এ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রনেতা এম হাসিব আরো বলেন, আজকের ছাত্ররাই আগামীর দেশ-নায়ক। মেধা, যোগ্যতা ও বিচক্ষণতা দিয়ে নববী আদর্শে আগামীর দেশ বিনির্মাণে তোমাদের দৃঢ় অঙ্গিকারাবদ্ধ হবার এখনই সময়। মনে রেখো এদেশের মানুষের চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আদর্শিক বিপ্লবের কোন বিকল্প নেই।

যৌথসভায় উপস্থিত ছাত্রদের একাংশ
আগামী ১লা ফেব্রুয়ারি সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি মূলক এ যৌথ সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মাহদি হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাকারিয়া আল জাওহার, সহ সভাপতি আখতারুজ্জামান মাহদি সহ অন্যান্য নেতৃবৃন্দ।