কাশ্মীরে সেনা ও জেহাদিদের মধ্যে তুমুল লড়াই; নিহত ২

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯
সেনাদের গাড়িতে স্বাধীনতাকামীদের হামলা

ফের উত্তপ্ত ভারতের জম্মু-কাশ্মীর। কাশ্মীরের গান্ডেরবাল জেলায় সেনা ও জেহাদিদের চলছে তুমুল গোলাগুলি। এতে এখন পর্যন্ত ২ জেহাদি সংগঠনের দুই সদস্য নিহত হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

ভারতীয় সেনা সূত্র জানায়, নিহত ওই দুই জেহাদি লস্কর-ই-তইয়েবার সদস্য। জানা যায়, গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে ওই অঞ্চলে অভিযান চালায়।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতির টের পেয়ে গুলি চালায় জেহাদি সংগঠনের সদস্যরা। এরপরই সেনা ও জেহাদিদের মধ্যে চরম লড়াই শুরু হয়।

চলতি বছরের ৫ অগাস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মধ্য দিয়ে নয়া দিল্লি জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে এবং রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। বৃহস্পতিবার এটি বাস্তবায়ন করা হয়েছে। এ দু’টো অঞ্চলের একটি হচ্ছে জম্মু-কাশ্মীর এবং অন্যটি চীন সীমান্তবর্তী লাদাখ।

ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস

মন্তব্য করুন