

ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগর এর সাদীপুর ইউনিয়নের রাস্তায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর রেখা দেওয়া হয়েছে পল্লী বিদ্যুতের একটি খুটি। রাস্তার পাশ থেকে প্রায় চার ফুট ভেতর পর্যন্ত রাখা হয়েছে খুটিটি। যাতে যে কোন সময় ঘটতে পারতো বড় কোন দুর্ঘটনা।
ওই পথে যাওয়ার সময় এ দৃশ্য দেখে ফেসবুক লাইভে এসে প্রতিবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ও জনপ্রিয় অ্যাকটিভিস্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি লাইভে থাকা অবস্থাতেই কয়েকজনকে নিয়ে খুটি সরিয়ে দিয়েছেন এবং স্থানীয় প্রশাসনসহ পল্লী বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে ভবিষ্যতে এমন কান্ডজ্ঞানহীন কাজ না করেন। কারণ এতে যে কোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।
তবে এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিস থেকে নাম প্রকাশ না করার শর্তে একজন জানিয়েছেন, মূলত বৈদুতিক খুটি বসানোর ঠিকাদারের দায়িত্বে যারা থাকে তারা এসব অনিয়ম করে। রাস্তার বাইরের অংশ থেকে খুটি এনে রাস্তার পাশে রাখে এবং এরপর তা ট্রাকে বা লরিতে উঠিয়ে গন্তব্যে নিয়ে থাকে। কিন্তু সড়কের এত মাঝখানে এনে রাখা কোনভাবেই সমর্থিত নয়। তারা এ বিষয়ে সতর্ক হবে বলেও জানিয়েছেন।