

মুশফিক আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ করে দর্শকের মন্তব্য ছিল, ‘ব্যাটে তাকিয়ে কী করবেন। আমাকে দেখেন।’ তর্জনী তুলে মুশফিক জবাব দিয়েছেন, ‘তোমাকে দেখে কী করব! এ রকম আর করবেন না।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লাল দলের হয়ে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। সবুজ দলের আরাফাত সানির বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। মাত্র ৪ রান করে আউট হয়ে ফেরার সময় কানে আসলো এক দর্শকের কটূক্তি। তাতে মেজাজ ধরে রাখতে পারেননি মুশফিক।
তেড়ে যান ইমরান নামের সেই দর্শকের দিকে।
মুশফিক আউট হওয়ার পর তাঁকে উদ্দেশ করে দর্শকের মন্তব্য ছিল, ‘ব্যাটে তাকিয়ে কী করবেন। আমাকে দেখেন।’ তর্জনী তুলে মুশফিক জবাব দিয়েছেন, ‘তোমাকে দেখে কী করব! এ রকম আর করবেন না।’ এরপর বিসিবির নিরাপত্তাকর্মীরা ইমরানকে গ্যালারি থেকে বের করে দেন। ইমরান অবশ্য দোষ স্বীকার করেননি। তাঁর দাবি, ‘আমি শুধু মাথা উঁচু করে যেতে বলছিলাম ওনাকে। আর কিছু না।’ এ ঘটনা ছাড়াও প্রস্তুতি ম্যাচের সময় গ্র্যান্ড স্ট্যান্ডে বেশ কয়েকজন দর্শককে দেখা যায় সাব্বির রহমানকে কটূক্তি করতে। বিসিবির নিরাপত্তা বিভাগের কর্মীদের তখন কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।
ভারত সফরে ঘোষিত বাংলাদেশ স্কোয়াড ও জাতীয় লিগ থেকে ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছিল এ প্রস্তুতি ম্যাচ। আগে ব্যাট করে ১৪২ রান তোলে সবুজ দল। তাড়া করতে নেমে ৯৩ রান তুলেছে লাল দল। দলীয় ২৮ রানের মধ্যে সৌম্য সরকার, আফিফ হোসেন ও মুশফিককে হারায় লাল দল। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এর আগে আগে ব্যাট করতে নামা সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ইয়াসির আলী। ৩২ রান করেন ইমরুল কায়েস।
মুহসিন/