পিসিবির কারণে পাক ক্রিকেটার মালিক-আমিরের কোটি টাকা ক্ষতি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কারণে বড় ধরণের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন মোহাম্মদ আমির ও শোয়েব মালিক।

১৫ নভেম্ব হতে আবুধাবিতে শুরু হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য মোহাম্মদ আমির-শোয়েব মালিকসহ বেশ কিছু ক্রিকেটারকে এনওসি দিয়েছিল পিসিবি। ক্রিকেট বোর্ডের কাছ থেকে সবুজ সংঙ্কেত পাওয়ার পরই টি-টেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন মোহাম্মদ আমির ও শোয়েব মালিকরা।

কিন্তু ১১ নভেম্বর শুরু হতে যাওয়া পাকিস্তানের প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে অংশ নেয়ার জন্য আমির ও মালিকের এনওসি পত্র প্রত্যাহার করে নিয়েছে পিসিবি। তাই ১০০ বলের টুর্নামেন্টে খেলতে পারবেন না তারা। যে কারণে প্রায় ১ কোটি রুপি খতির সম্মুক্ষীণ হতে হবে আমির আর মালিককে।

পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, কায়েদে আজম ট্রফিতে খেলা নিশ্চিত করতে পিসিবি শর্তসাপেক্ষে টি-টেন টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশ নেওয়ার এনওসি তথা অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে।

মোহাম্মদ আমির আর শোয়েব মালিক টি-টেন টুর্নামেন্টে খেলতে না পারলেও খেলার কথা রয়েছে জাতীয় দল থেকে অবসরে যাওয়া পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি, ওপেনার ইমরান নাজিরের। এছাড়া টি-টেন ক্রিকেটে টুর্নামেন্টে খেলার কথা রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ, জাতীয় দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, তারকা পেস বোলার ওয়াহাব রিয়াজের।

এমএম/

মন্তব্য করুন