

আদিল মাহমুদ: জমিয়তে উলামা হিন্দের কোষাধ্যক্ষ এবং হযরত ফিদায়ে মিল্লাত আসআদ মাদানী রহ. প্রতিষ্ঠিত মুসলিম ফান্ডের জিম্মাদার মাওলানা হাসিব সিদ্দিকী ৯ জানুয়ারি সকাল ৭টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ভারতে সংবাদ মাধ্যমে আসরে হাজির-এর সূত্রে জানা যায়, মাওলানা হাসিব সিদ্দিকী-এর ইন্তেকালে দারুল উলুম দেওবন্দের শিক্ষক এবং ভারতের বহু ওলামায়ে কেরাম শোক প্রকাশ করেছেন৷
মাওলানা হাসিব সিদ্দিকী আদর্শে নববীর এর উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ইসলাম এবং ইলমে দ্বীনের প্রচার ও বিকাশে তাঁর অতুলনীয় অবদান রেখেছে। আল্লাহ তাআলা তাঁর সকল কাজকর্মকে কবুল করে নিন এবং জান্নাতের উঁচু মাকাম দান করুন।
জমিয়তে উলামা হিন্দ সূত্র জানা গেছে, বাদ আসর মাওলানা হাসিব সিদ্দিকীর জানাযা অনুষ্ঠিত হবে।
মাওলানা হাসিব সিদ্দিকীর ইন্তেকালে জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা কারী উসমান, জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানী গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা হাসিব সিদ্দিকীর মৃত্যুতে দেওবন্দ একজন বড় ধরনের কর্মী হারালো।
মরহুমের সন্তানসন্ততির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তারা বলেন, আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। তার সন্তানসন্ততিকে ধৈর্য ও সবর করার তাওফিক দিন।
জমিয়তে উলামা হিন্দের একটি সূত্র জানিয়েছে, বুধবার আসরের পর দেওবন্দে মাওলানা হাসিব সিদ্দিকীর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জমিয়তে উলামা হিন্দের বিভিন্ন বহর ইতোমধ্যেই দিল্লীসহ ভারতের বিভিন্ন প্রদেশ থেকে দেওবন্দের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
মাওলানা আজিমতুল্লাহ সিদ্দিকী কাসেমী তার ফেসবুক ওয়ালে মাওলানা মাহমুদ মাদানীর শোকবার্তার তথ্যটি প্রকাশ করেন।
মাওলানা হাসিব সিদ্দিকী মোদী সরকারের তুমুল সমালোচক ছিলেন। একবার মোদীর সামলোচনা করে বলেছিলেন, মোদির সরকারে সমগ্র ভারত বিভক্ত। বিরোধী দল যে জোট বানিয়েছে তা এরচেয়ে অনেক ভালো।
হাসিব সিদ্দিকী মোদি সরকারের সমালোচনা করে বলতেন, নিজের শিরদাঁড়া সোজা করার জন্য আমাদের রাজনৈতিক দল আমাদের ধর্ম, বর্ণ-সম্প্রদায় এবং উচু-নিচুতে ভাগাভাগি খেলা খেলতে থাকে। এই বিভাজক নীতির ভবিষ্যতে জনগণ একমাত্র ব্যালটেই দেখাতে পারে।
মাওলানা হাসিব সিদ্দিকীর ইন্তেকালে জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা কারী উসমান, জেনারেল সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানী ও গভীর শোক জানিয়েছেন।