

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবীদ অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ। তিনি আজ ১১ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত এক শোকবাণী প্রকাশ করেন।
শোকবাণীতে তিনি বলেন, বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তিনি ছিলেন উদারমনা রাজনীতিবিদ। তার ইন্তেকালে ইসলামী আন্দোলনের বিরাট ক্ষতি হয়ে গেল।
তিনি আরও বলেন, মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান করুন। তিনি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা তাদেরকে এ শোক সহ্য করার তাওফীক দান করুন।
আরও পড়ুন : অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীনের জীবনকর্ম