

আর মাত্র দুই দিন পর নদীতে ইলিশ ধরার জাল ফেলতে পারবেন না জেলেরা। বাজারে গিয়ে চাইলেও কেউ কিনতে পারবেন না ইলিশ। কারণ, আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা,কেনাবেচা ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রথম দফায় প্রতিবছর অক্টোবার মাসের ২২ দিন দেশের সব নদনদীতে ইলিশ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, ইংরেজি সনের ক্ষেত্রে এটি অক্টোবর মাস হলেও বাংলা মূলত আশ্বিন মাস। আশ্বিনের ভরা পূর্ণিমায় ইলিশ ডিম ছাড়ে।
পরিপক্ক ইলিশ এ সময় ডিম ছাড়ার জন্য সাগর থেকে দেশের মিঠাপানির নদীতে চলে আসে। মূলত এজন্য স্বাচ্ছন্দ্যে ও বাধাহীনভাবে ইলিশের ডিম ছাড়ার মৌসুমকে গুরুত্ব দিয়ে সরকার ওই সময়ে নদীতে সব ধরনের মাছ শিকারের ওপরে নিষেধাজ্ঞা জারি করে।
মন্ত্রণালয় সূত্র জানায়, আশ্বিনের পূর্ণিমার আগে ও পরের সঠিক সময় নির্ধারণ করা খুবই জটিল বিষয়। আশ্বিনের ভরা পূর্ণিমার বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় অনেক সময় তারিখের হেরফের হয়। এজন্য আগে ইলিশ ধরা সাতদিন বন্ধ থাকলেও পরে তা বাড়িয়ে ১৪দিন এবং সর্বশেষ ২২ দিন করা হয়েছে।
নিষিদ্ধ সময়ে ইলিশ পরিবহন, প্রদর্শন, গুদামজাতকরণ ও বাজারে বিক্রি করা যাবে না। করলে তা দণ্ডনীয় অপরাধ। এ সময় মৎস্য মন্ত্রণালয়, কোস্টগার্ড ও জেলা প্রশাসনের উদ্যোগে নদীতে অভিযান পরিচালনাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আই.এ/পাবলিক ভয়েস